ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৫:৫২:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

মডেল মারিয়াকে গুলি করে হত্যা 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৬ এএম, ২০ মে ২০২৫ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মারিয়া হোসে এস্তুপিনান নামে ২২ বছর বয়সী মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে হত্যা করা হয়েছে। গত ১৫ মে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন বলা হয়, কলম্বিয়ার বিচার বিভাগের জাতীয় জেন্ডার কমিশনের সভাপতি ম্যাগদা ভিক্টোরিয়া আকোস্টা জানান, ভেনেজুয়েলা সীমান্তের কাছে কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুকুটায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মারিয়া হোসেকে গুলি করে হত্যা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অ্যাকোস্টা বলেন, ডেলিভারি ম্যানের ছদ্মবেশে সন্দেহভাজন ব্যক্তি মারিয়া হোসের বাড়িতে প্রবেশ করে। মারিয়া হোসে দরজা খোলার সময় তাকে গুলি করা হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মারিয়া হোসে একজন তরুণী, উদ্যোগী ছিলেন। যার ভবিষ্যতে অনেক কিছুই করার ছিল। সে এ দেশের অনেক নারীর স্বপ্নের মতো ছিল, কিন্তু সেই স্বপ্নগুলো ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত করছে। 

প্রতিবেদনে আরও বলা হয়, মডেল মারিয়া তার সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ভ্রমণ ও দৈনন্দিন জীবনের বিভিন্ন কনটেন্ট পোস্ট করতেন। এর মধ্যে নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়া ভ্রমণ এবং পুলের ধারে বা জিমের বিভিন্ন পোস্ট রয়েছে তার।

এরআগে, টিকটকে লাইভ স্ট্রিমিং করার সময় মেক্সিকান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার রেশ কাটিয়ে উঠার আগেই মারিয়া হোসের মৃত্যুকাণ্ড ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকে ঘটনাটিকে মেক্সিকোর গত ১৩ মে ২৩ বছর বয়সী ইনফ্লুয়েন্সার ভ্যারেরিয়া মার্কেজের গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে তুলনা করছেন।